গাইবান্ধায় ডাম্পট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা সদরের সাদুল্লাপুর সড়কের নারায়ণপুরে ড্যাম্প ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম নাজিম মিয়া (৩০)। সে সাঘাটা উপজেলার কামালের পাড়ার ইউনিয়নের পাকুর তলা গ্রামের অধিবাসী।
আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সাদুল্রাপুর হতে গাইবান্ধায় আসার পথে নারায়ণপুর বাজারে একটি ডাম্পট্রাক তাকে চাপা দিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুনসদর থানার একটি সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই ডাম্পট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। আইনি কার্যসম্পাদনের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







