ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল

এক বছরে বিশ্বে ম্যালেরিয়ায় ৬ লাখ মানুষের মৃত্যু

সংগৃহিত,এক বছরে বিশ্বে ম্যালেরিয়ায় ৬ লাখ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালে বিশ্বব্যাপী ম্যালেরিয়ায় প্রায় আনুমানিক ৬ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, মৃত্যু ও আক্রান্তের বেশিরভাগই আফ্রিকা মহাদেশে রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগ শিশু বলে নিশ্চিত করেছে সংস্থাটি। 

গত বৃহস্পতিবার সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী ম্যালেরিয়া আক্রান্ত এবং মৃত্যুর ৯৫ শতাংশ ঘটেছে এই মহাদেশটিতে। আফ্রিকায় পাঁচ বছরের কম বয়সী শিশুরা প্রায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে মৃত্যুর সংখ্যার তুলনায় এই সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও'র তথ্য অনুসারে, আফ্রিকান অঞ্চলে ম্যালেরিয়াজনিত ঘটনায় সবেচেয়ে বেশি মৃত্যু হয়েছে নাইজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং নাইজারে। এর মধ্যে নাইজেরিয়ায় ৩১ দশমিক ৯ শতাংশ, কঙ্গোতে ১১ দশমিক ৭ শতাংশ এবং নাইজারে ৬ দশমিক এক শতাংশ মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে মোট রেকর্ডকৃত ম্যালেরিয়া সংক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী ২৮ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে - বছরের পর বছর ৩ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন

ডব্লিউএইচও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে তহবিলের ঘাটতির কথা তুলে ধরেছে। তারা বলছে, ২০২৪ সালে ম্যালেরিয়া প্রতিক্রিয়ায় ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। চলতি বছরে সালে ৯ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল লক্ষ্যমাত্রার থাকলেও এখন পর্যন্ত অর্ধেকেরও কম পাওয়া গেছে।

বিশ্বের সবচেয়ে মারাত্মক ভেক্টর-বাহিত রোগগুলোর মধ্যে একটি ম্যালেরিয়া। এটি মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রামিত হয়। রোগের লক্ষণ দেখা দিলে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং সাধারণত জ্বর, ঠান্ডা লাগা, বমি এবং ফ্লু'র মতো অসুস্থতা থাকে। যদি চিকিৎসা না করা হয়, তাহলে এই রোগ গুরুতর জটিলতা এবং মৃত্যুর কারণ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে বিশ্বে ম্যালেরিয়ায় ৬ লাখ মানুষের মৃত্যু

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

'ঢাবিতে পোষ্য কোটা বাতিল না হলে আমরা ডাকসুর দিকে আঙ্গুল তুলবো'

ক্রিকেট ও ফুটবল উভয় বিশ্বকাপে খেলবে ৭ দেশ

নওগাঁ-২ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের মোটরসাইকেল শোডাউন

নারায়ণগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার