ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৫ দুপুর

অভিনয়জগত ত্যাগের ঘোষণা দিয়ে পোস্ট ডিলিট করলেন অভিনেত্রী মৌ খান

অভিনয়জগত ত্যাগের ঘোষণা দিয়ে পোস্ট ডিলিট করলেন অভিনেত্রী মৌ খান, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: অভিনেত্রী মৌ খানের ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। মাত্র পাঁচ বছরের মাথায় এসে রঙিন জগত ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান । তিনি আরো অভিনয়জগতে থাকতে চান না। তবে ২৪ ঘণ্টা পার না হতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন তিনি। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি মৌ।

পোস্টে মৌ লেখেন, ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন। উল্লেখ করেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই’ পাশাপাশি রাসুল (স.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান।

অসমাপ্ত কাজগুলো নিয়ে মৌ অনুরোধ জানান, নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ।আগামীতে ‘হালাল উপায়ে জীবিকা অর্জনের’ পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান। লেখেন, ‘ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।’

আরও পড়ুন

সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।’

এরপর শনিবার সকাল নাগাদ পোস্টটি আর পাওয়া যায়নি মৌ-এর টাইমলাইনে। তবে পোস্টটি ডিলিট করার কারণ জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়জগত ত্যাগের ঘোষণা দিয়ে পোস্ট ডিলিট করলেন অভিনেত্রী মৌ খান

রাতে সিদ্ধান্ত, বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা  

শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত

বাড়ল স্বর্ণের দাম

বিশ্বকাপে সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা