চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে নুর আলম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শল্লা মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয় নুর আলম।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলে বেলা ২টার দিকে বাড়ির পাশের সরকারি পুকুর থেকে নুর আলমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
আরও পড়ুনচাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন







