আফগান তারকা নবীকে দলে নিলো নোয়াখালী
স্পোর্টস ডেস্ক : বিপিএল’র ১২তম আসরে ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসেছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে এসে সরাসরি চুক্তি ও নিলাম থেকে দারুণ কিছু ক্রিকেটার কিনেছে তারা। এবার আফগান ক্রিকেটের অন্যতম অগ্রদূত মোহাম্মদ নবীর সঙ্গে চুক্তি করেছে নোয়াখালী।
দলটির ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বিপিএল’র শুরু থেকে খেলতে সম্মত হয়েছেন বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আকর্ষণীয় ক্রিকেটার নবী। এছাড়া নবীর ১৯ বছর বয়সী ছেলে হাসান ঈশাখিলের বিপিএল’র কোন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার গুঞ্জন আছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বিপিএলের আসন্ন আসরের জন্য নোয়াখালী দেশি ও বেদেশি ক্রিকেটারের মধ্যে সরাসরি চুক্তি করেছে সৌম্য সরকার, হাসান মাহমুদ, কুশল মেন্ডিস ও জনসন চার্লসের সঙ্গে। এছাড়া নিলাম থেকে জাকের আলী, মাহিদুল অঙ্কন, হাবিবুর রহমান সোহান ও শেখ মেহেদীকে কিনেছে।
আরও পড়ুনএবারের বিপিএল শুরু হবে সিলেট পর্ব দিয়ে ২৬ ডিসেম্বর। এরপর চট্টগ্রামে যাবে বিপিএল। সেখান থেকে ঢাকা পর্বে ফিরে গ্রুপ পর্বের ম্যাচের পর এলিমিনেটর ও কোয়ালিফায়ার হবে। ২৩ জানুয়ারি ঢাকায় হবে বিপিএলের ফাইনাল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1764776021.jpg)


