পাবনায় নকল দুধ তৈরি ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘদিন নকল দুধ তৈরি করে বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী মিজান আলীকে(২৮) তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অষ্টমনিষা ইউপি’র শাহানগর পাঁচপাড়া গ্রামে অভিযান চালিয়ে মিজান আলীকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
জানা যায়, উল্লেখিত গ্রামের মো: আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন নকল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলো উত্তরমেন্দা পশ্চিম পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মিজান আলী। গতকাল বুধবার ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর ৫২ধারায় ব্যবসায়ীকে ৩মাসের কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ সময় কেমিক্যাল মেশানো প্রায় ১০ লিটার তেল এবং প্রস্তুত ৮ লিটার নকল দুধ জব্দ করা হয়।
প্রাতমিক জিজ্ঞাসাবাদে মিজান আলী জানান, সে ও তার ভাই মো: ফারুখ হেসেন ভাঙ্গুড়ায় দীর্ঘদিন যৌথভাবে এই ব্যবসা করে আসছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1764771232.jpg)
_medium_1764771048.jpg)




