প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:১১ রাত
নারায়ণগঞ্জে ককসিট তৈরির কারখানা ও গোডাউনে আগুন
নারায়ণগঞ্জে ককসিট তৈরির কারখানা ও গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের বন্দরে একটি ককসিট তৈরির কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার দুপুরে উপজেলার লক্ষনখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সুলেশন লিমিটেড প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার মূল কারণ বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





