দুর্নীতি মুক্ত সমাজ গড়তে তরুণদেরকে জেগে উঠতে হবে - শিবির সেক্রেটারী
সরকারি আজিজুল হক কলেজের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলো ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে তাদেরকে বরণ করা হয়।
কলেজের শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাকিব হাসান তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু) এর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং এ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সেক্রেটারি শফিকুল ইসলাম। ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর ও জেলা শাখা এবং সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্ব যখন প্রযুক্তির ছোঁয়ায় উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে তখনো আমরা দুর্নীতি, অব্যবস্থাপনার কারনে যে কোন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। দেশে লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত বেকার সমাজের বোঝায় পরিনত হচ্ছে। অথচ রাষ্ট্র তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেনা। বেকার সমস্যার সমাধান এবং কাক্সিক্ষত সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র গড়ার দায়িত্ব তরুণ সমাজকেই নিতে হবে। এ লক্ষ্যে দুর্নীতিমুক্ত সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির সেই কাক্সিক্ষত কল্যাণ রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুনঅনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী অংশগ্রহন করেন। নবীন বরণ উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়। খবর বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1764765032.jpg)



_medium_1764762222.jpg)


