বিপিএলের নিলাম নিয়ে যা বললেন লিটন দাস
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ ১২ বছর পর বিপিএলে আবারও ফিরেছে নিলাম পদ্ধতি। হাতুড়ির বারির নিচে ক্রিকেটাররা দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। সেই তালিকায় ছিলেন জাতীয় দলের ব্যাটার ও অধিনায়ক লিটন দাস। জাতীয় দলের অনেক ক্রিকেটার সরাসরি চুক্তিতে দলেও যোগ দিলেও লিটন নিলামের মাধ্যমে দলে যুক্ত হন।
‘এ’ ক্যাটাগরিতে থাকা লিটনকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে, তাওহিদ হৃদয় পেয়েছেন ৯২ লাখ টাকা এবং নাঈম শেখ হয়েছেন একমাত্র কোটিপতি। চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় বাঁহাতি ওপেনারকে দলে নিয়েছে। এছাড়া হৃদয়ও লিটনের দল রংপুরে জায়গা পেয়েছেন।
দামের বিষয়ে লিটন জানান, “৭০ লাখ নাকি ৭৫ লাখ, আমি নিজেই কনফিউজড। কোনো জায়গায় দেখলাম ৭০, কোনো জায়গায় ৭৫। তবে যদি ইচ্ছে হয়, স্রষ্টা ৫ লাখ বাড়িয়ে দেবেন।” তিনি আরও বলেন, “দেখুন, এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমি আমার নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি ঈশ্বরে বিশ্বাস করি। যদি তিনি কখনো মনে করেন আমাকে বেশি টাকা দেবেন, তিনি দিয়ে দেবেন। তাঁর মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট।”
লিটন নিলাম প্রত্যক্ষ করেননি এবং জানিয়েছেন, ব্যস্ত থাকার কারণে জিমে ছিলেন। তবে ভবিষ্যতে সুযোগ পেলে তিনি নিলাম দেখতে চান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1764679926.jpg)




_medium_1764678965.jpg)
