ভিডিও মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ রাত

দিনাজপুরের বীরগঞ্জে ছোট পাখিদের কিচিরমিচির শব্দে থমকে দাঁড়ায় পথিক

দিনাজপুরের বীরগঞ্জে ছোট পাখিদের কিচিরমিচির শব্দে থমকে দাঁড়ায় পথিক। ছবি : দৈনিক করতোয়া

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: পড়ন্ত বিকেলে পশ্চিম আকাশ লাল করে সূর্য অস্ত যাওয়ার আগে ঝাঁকে ঝাঁকে ছোট পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। সারাদিনের ক্লান্তি ভোলানোর জন্য এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তাজমহল মোড় এলাকায়। সকাল-বিকেল দু’সময়েই পাখিদের কলতানে থমকে দাঁড়ায় পথিক। প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের কাছে এটি এক মনোমুগ্ধকর দৃশ্য।

পাখিপ্রেমিক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কোচ কাউন্টারের সামনে পেয়ারা, বড়ই, বকুল ফুল আর কাঁঠাল গাছে তাদের আবাস। সন্ধ্যা নামলেই পাখিদের কিচিরমিচির শব্দে মনটা ভরে যায়। আমি নিজেই খেয়াল রাখি যেন কেউ ঢিল না ছোড়ে বা কোনোভাবে ক্ষতি না করে।

পাখিপ্রেমিক ও সমাজকর্মীদের মতে, পাখিগুলো পরিবেশবান্ধব ও কৃষকবান্ধব। ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে এসব পাখি।  শুককীট, ল্যাদাপোকা ও বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে তারা। ক্ষেতের নানা রকম আগাছার দানা, শস্যদানাও খায় এসব ছোট পাখিরা।

মানুষের আশপাশে থেকে জীবনযাপনকারী এই প্রাণিরা প্রতিকূল পরিবেশেও সহজেই খাপ খাইয়ে নিতে পারে। তবে নগরায়ন, গাছপালা নিধন ও দূষণের কারণে ক্রমেই কমে যাচ্ছে চড়ুই পাখির সংখ্যা। তাই প্রকৃতিপ্রেমীরা এখনই সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন, যেন এই নিরীহ পাখিগুলোর নিরাপদ আশ্রয় ও বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে ছোট পাখিদের কিচিরমিচির শব্দে থমকে দাঁড়ায় পথিক

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

বগুড়ায় হিন্দু ধর্ম সভার অর্থ আত্মসাতের মামলা পুনঃরায় তদন্তের নির্দেশ

বগুড়ার ধুনটে অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা কর্মকর্তার গড়িমসি

নাটোরের সিংড়ায় সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে বেলজিয়াম জাতের হাঁস

দিনাজপুরের কাহারোলে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা