ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের লুণ্ঠিত ৯ মোটরসাইকেল জব্দ

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের লুণ্ঠিত ৯ মোটরসাইকেল জব্দ

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের সময় লুট হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ৯টি জব্দ করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মক্কেল মৃধার বাড়ির পাশের বাঁশঝাড় ও জঙ্গল থেকে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।

মক্কেল মৃধা পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী। অভিযানে অংশ নেয় পাবনা ডিবি পুলিশ, ঈশ্বরদী থানা, পাকশী এবং রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মোটরসাইকেল জব্দের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। পরে সেগুলো ঈশ্বরদী থানায় জমা দেওয়া হয়েছে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম জানান, সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক এবং জামায়াতের দায়ের করা মামলার প্রধান আসামি মক্কেল মৃধার বাড়ির পাশ থেকে মোটরসাইকেলগুলো পাওয়া যায়। তিনি আরও বলেন, বাকি মোটরসাইকেলগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনি প্রচারণায় যান পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল। এসময় পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মক্কেল মৃধার নেতৃত্বে হাবিবুর রহমান হাবিব সমর্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। জামায়াত নেতাকর্মীরা তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

জামায়াতের দাবি, হামলার সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং প্রায় ৪০টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বিএনপির কর্মীরা। ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক বলেন, আমাদের এখনও অনেক মোটরসাইকেল উদ্ধার হয়নি। দ্রুত বাকিগুলো উদ্ধারে প্রশাসনের কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ, ক্ষেত্র ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের লুণ্ঠিত ৯ মোটরসাইকেল জব্দ

সাংবাদিকদের সাথে বগুড়ার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: নবাগত পুলিশ সুপার | Daily Karatoa

১০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

হিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত চাল আসায় কমেছে দাম, আমদানির সময় শেষ