ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৬ বিকাল

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলার তজুমদ্দিনে মো. সেলিম (৪০) নামের এক যুবককে চুরি করার অপরাধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সেলিম উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঘোষের হাওলা গ্রামের বাসিন্দা মো. মমতাজ মাঝির ছেলে।

স্থানীয়রা জানান, চুরির অভিযোগে সেলিম কয়েক মাস আগেও জেল খেটেছেন। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হক হাওলাদার বাড়ির আনোয়ার হোসেনের ঘরে চুরি করতে যায় সেলিম। বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আশপাশের স্থানীয়রা ছুটে এসে আনোয়ারের বাড়ির পেছনের ধানখেত থেকে সেলিমকে আটক করেন। এরপর উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। এতে সেলিম গুরুতর আহত হন।

খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় দফাদার ঘটনাস্থলে যান এবং তজুমদ্দিন থানায় বিষয়টি জানান। পরে সেলিমের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তারঁ মৃত্যু হয়।

চাঁদপুর ইউনিয়নের দফাদার মো. ভুট্টু জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছেন, সেলিম চুরি করতে গিয়ে ধরা পড়েন এবং পালানোর সময় ধানখেতে স্থানীয়রা তাঁকে আটকে রেখে মারধর করেন। পরে তিনি আহত সেলিমকে হাসপাতালে ভর্তি করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, লাশের ময়নাতদন্ত হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। সেলিমের দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। মামলা করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড কলোনি পুড়ে ছাই

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম