টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪ দিনে ৬ জনের মৃত্যু হলো।
আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে ওই মুসল্লির মৃত্যু হয়।
মৃত মুসল্লি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দেওপুরা গ্রামের আজিজুর রহমান (৭২)।
টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪ দিনে ৬ জনের মৃত্যু হলো। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে ওই মুসল্লির মৃত্যু হয়। মৃত মুসল্লি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দেওপুরা গ্রামের আজিজুর রহমান (৭২)।
বিষয়টি নিশ্চিত করে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ময়দানের ওজুখানার পাশে নির্ধারিত স্থানে বার্ধক্যজনিত কারণে হঠাৎ স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আজিজুর রহমান। এ নিয়ে জোড় ইজতেমায় চার দিনে ছয় মুসল্লির মৃত্যু হলো।
প্রসঙ্গত, টঙ্গীর ইজতেমা ময়দানে ২৮ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। ২ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ জোড়।
মন্তব্য করুন