ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল

ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় চাঞ্চল্যকর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সাদ্দাম হোসেনকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল রবিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ক্যাম্পের সদস্য ও র‍্যাব-৩-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দেলোয়ার হোসেন দিলীপসহ বেশ কয়েকজন যুবক। পরে অল্প সময় পর গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় পাওয়া যায় সাদ্দামকে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তার প্রতিপক্ষ লায়ন শাকিল সহ অন্যদের ফাঁসাতে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

 

ঘটনার পরের দিন শুক্রবার রাতে সাদ্দামের বাবা মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ-সাত জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার প্রসঙ্গে র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, হত্যাকাণ্ডের পর দিলীপ পলাতক ছিল। সে রাজধানী ঢাকার বাসাবো আবাসিক এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড কলোনি পুড়ে ছাই

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম