ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২৯ রাত

বগুড়া বার সমিতির নির্বাচন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সা: সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী

কোর্ট রিপোর্টার : বগুড়া জেলা এডভোকেটস্ বার সমিতির ২০২৬ সালের কার্যকরি পরিষদের ১৩ পদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রহমান ও রফিকুল পরিষদের ৪৫১ ভোট পেয়ে শেখ মোঃ রেজাউর রহমান সভাপতি এবং ৪৫৫ ভোট পেয়ে রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক সহ ১০টি পদে নির্বাচিত হয়েছেন।

এই পরিষদের সহ সভাপতি পদে মো: সাফি আহমেদ (মিঠু) ও মো: আতিকুল মাহবুব (সালাম) সহ সভাপতি, যুগ্ম সম্পাদক পদে মো: এনামুল হক (পান্না), লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও কার্যকরি সদস্যের পাঁচটি পদের মধ্যে ৪টি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও মো: আল আমিন (রাসেল)। অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল হতে যুগ্ম সম্পাদক পদে মো: আবু বকর ছিদ্দিক (৩) ও ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরি সদস্য একটি পদে মো: বাবুল রহমান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, মো: রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মত পুন:নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে রিটার্নিং অফিসার ছিলেন মো: আতাউর রহমান খান (মুক্তা)।

এদিকে নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি পিপি এড. আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন মন্ডল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বার সমিতির নির্বাচন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সা: সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী

নির্বাচন নিয়ে সংশয়, কি ভাবছে বিএনপি ও এনসিপি ?

আরাফাতের সৃজনশীলতায় মুগ্ধ পুরো প্রতিষ্ঠান

বন্ধ থাকলেও খরচ হচ্ছে বিদ্যুৎ : ঘরের যে ৬ ইলেকট্রনিক যন্ত্র বাড়িয়ে দিচ্ছে বিল!

পাবনার ঈশ্বরদীতে গুলি করা সেই যুবক জামায়াতের কর্মী দাবি বিএনপির, জামায়াতের অস্বীকার

যে ৫ ধরনের ব্যক্তির জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক