ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ রাত

হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় পরিপূর্ণ হলো মোকছেদুলের মুদি দোকানের তাকগুলো

হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় পরিপূর্ণ হলো মোকছেদুলের মুদি দোকানের তাকগুলো

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এক হতদরিদ্র মুদি দোকানদারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সংগঠনটির উদ্যোগে মো. মোকছেদুল ইসলামের মুদি দোকানের জন্য বিভিন্ন মালামাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার হতদরিদ্র মুদি দোকানদার মো. মোকছেদুল ইসলাম। তিনি বহুদিন  একটি ছোট মুদি দোকান চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু পুঁজি সংকটের কারণে তার মুদি দোকানের বেশির ভাগ তাকগুলো দীর্ঘদিন ধরেই খালি পড়ে ছিল। প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছিল তার মুদি দোকানটি। এ অবস্থায় অনেকটাই নিরুপায় হয়ে যোগাযোগ করেন সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর সংশ্লিষ্টদের সাথে।

তার এ মানবিক আবেদন পেয়ে হৃদয়ে সৈয়দপুর সংগঠনের পক্ষ থেকে মুদি দোকানদার মোকছেদুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় তার  মুদি দোকানে প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এতে করে হতদরিদ্র মোকছেদুল ইসলামের ছোট মুদি দোকানের তাকগুলো আবারো মালামালে প্রায় পরিপূর্ণ হয়ে উঠে।

মোকছেদুল ইসলামের দোকানের জন্য মালামাল হস্তান্তরকালে সংগঠনের উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, রবিউল আউয়াল রবি, নুর আলম ভরসা, সভাপতি জোবাইদুল ইসলাম, উপজেলা সভাপতি এম মাসুদ পারভেজ ও  সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় পরিপূর্ণ হলো মোকছেদুলের মুদি দোকানের তাকগুলো

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিনটি ওয়ান শ্যুটারগান গুলি ও ২টি ভারতীয় গরু জব্দ

বগুড়ায় ঠিকাদার রাসেল গ্রেফতার

লালমনিরহাটের মাটি খোঁড়ার সময় পাওয়া গেল মর্টারশেল

নতুন করে শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শফিকুর রহমান