ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:২৯ রাত

লালমনিরহাটের মাটি খোঁড়ার সময় পাওয়া গেল মর্টারশেল

লালমনিরহাটের মাটি খোঁড়ার সময় পাওয়া গেল মর্টারশেল। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সমান করার সময় মাটির নিচ থেকে একটি মর্টারশেল পাওয়া গেছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরের আগে উপজেলার গড্ডমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি আবাদি জমি থেকে শেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এলাকার আবুল হোসেনের মালিকানাধীন জমিতে ভেকু (এস্কেভেটর) দিয়ে সমতল করার সময় প্রায় ২ ফুট গভীরে চাপা পড়ে থাকা মরিচাধরা লোহার তৈরি মর্টার শেলটি চোখে পড়ে শ্রমিকদের। খবর পেয়ে হাতীবান্ধা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করে। উদ্ধার হওয়া শেলটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পরিধি ১০ ইঞ্চি এবং ব্যাস ২.৫ ইঞ্চি। এর ওজন প্রায় ৩.৫ কেজি এবং গায়ে ‘এমকে ১৭’ লেখা রয়েছে। পুলিশ ধারণা করছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত গোলাবারুদ।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, উদ্ধারকৃত মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটের মাটি খোঁড়ার সময় পাওয়া গেল মর্টারশেল

নতুন করে শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শফিকুর রহমান

বগুড়ার শেরপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

লন্ডনে চিকিৎসাধীন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

শপথ নিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যে কারণে ভোলা-বরিশাল সেতু চায় ভোলাবাসী