বগুড়ার শেরপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাড়ীদহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর হাইস্কুল মাঠে গাড়িদহ ইউনিয়ন জামায়াতের আমির মো: রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -৫ (শেরপুর -ধুনট) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির আলহাজ মাওলানা মো: দবিবুর রহমান।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, শহর জামায়াতের আমির আব্দুল খালেক. উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো: আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো: আব্দুস সাত্তার।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি মো: আমিনুল ইসলাম, ওয়ার্ড আমির মো: শামীম হোসেন, গাড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান, জামাত নেতা আনিসুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন








