করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী
আরাফাতের সৃজনশীলতায় মুগ্ধ পুরো প্রতিষ্ঠান
স্টাফ রিপোর্টার : শ্রদ্ধা এবং ভালবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত। ক্লাস পার্টি উপলক্ষে নিজ হাতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হকের পোর্টেট (মুখাবয়ব চিত্র) এঁকে ওইদিন তাকে উপহার হিসেবে প্রদান করেছে। ছাত্রের এই ব্যতিক্রমী উদ্যোগ ও শৈল্পিক প্রতিভায় মুগ্ধ হয়েছেন শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদের সদস্যরা।
গুণী ও মেধাবী এই শিক্ষার্থীর নাম আল আরাফাত ইসলাম। তার বাড়ি বগুড়া শহরের জামিলনগর এলাকায়। বাবা আলহাজ সাইফুল ইসলাম ব্যবসায়ী এবং গৃহিনী মা ফাইরুজ ইসলামের দুই সন্তানের মধ্যে আরাফাত বড়। আরাফাত জানায়, পড়ালেখার পাশাপাশি খুব ছোটবেলা থেকেই ছবি আঁকতে তার ভাললাগে। এরই মধ্যে সে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই আরাফাত সম্পূর্ণ নিজ উদ্যোগে গত বছর পোর্টেটটি অঙ্কন করে। সাদা ক্যানভাসে রং তুলির ছোঁয়ায় মাত্র ৯ ঘন্টার চেষ্টায় মোজাম্মেল হকের প্রতিকৃতিটি এঁকেছে। মনে মনে ভেবে রেখেছিলো গত বছরের ক্লাস পার্টির অনুষ্ঠানে তার পছন্দের মানুষের হাতে এই পোর্টেটটি তুলে দিবে, কিন্তু তার সেই ইচ্ছা পুরণ হয়নি। ওই বছর প্রতিষ্ঠানের চেয়ারম্যান অসুস্থ থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
গেল ২০ নভেম্বর স্কুলের ক্লাস পার্টির অনুষ্ঠানে আরাফাত তার আঁকা এই পোর্টেটটি মোজাম্মেল হকের হাতে তুলে দেয়। একজন শিক্ষার্থীর কাছ থেকে এমন উপহার গ্রহণকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি আরাফাতের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বাজারে কেনা কোনো দামী উপহারের চেয়ে তার নিজ হাতে আঁকা এই পোর্টেটটি আমার কাছে অনেক বেশি মূল্যবান। এটি ওর আন্তরিকতা এবং শ্রদ্ধার বহি:প্রকাশ।’ তিনি ওই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার এই প্রতিভাকে আরও বিকশিত করার জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরাও এই ঘটনায় আনন্দ ও গর্ব অনুভব করে। তার এই শিল্পকর্ম প্রমাণ করে যে পাঠ্যক্রমের বাইরেও শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, যা সঠিক সুযোগ পেলে বিকশিত হতে পারে।
এদিকে পড়ালেখা, চিত্রাঙ্কন ছাড়াও অনেক গুনের অধিকারী আরাফাত এর আগে ফিজিক্স অলিম্পিয়াডে সারাদেশ থেকে সিলেক্ট হওয়া ১১টি টিমে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ টিমের টিম লিডার ছিল সে। চিত্রাঙ্কন করতে তার ভাললাগে, কিন্তু সে ক্যারিয়ার গড়তে চায় পদার্থ বিজ্ঞান নিয়ে।
মন্তব্য করুন



