ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৪৩ বিকাল

বগুড়ার সান্তাহারে কলেজ ছাত্রের আত্মহত্যা

বগুড়ার সান্তাহারে কলেজ ছাত্রের আত্মহত্যা। প্রতীকী ছবি

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় হানজালা (২০) নামে এক কলেজ ছাত্র গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার ছোট মালশন গ্রামে এ ঘটনা ঘটে। ওই কলেজ ছাত্র ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি একাদশ শ্রেনির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওইদিন দিবাগত রাত ১০ টার দিকে কলেজ ছাত্র হানজালা নিজ বাড়ির শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, প্রেম ঘটিত কারনে হানজালা তার বাবা-মা’র ওপর অভিমান করে এ ঘটনা ঘটায়। পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেন।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তদন্তকারী কর্মকর্তা টিএসআই আব্দুল মান্নান জানান, লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে কলেজ ছাত্রের আত্মহত্যা

জুনায়েদের ব্যাটে দ্বিতীয় দিনেই বড় লিডে বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে আমন ধান কাটা মাড়াইয়ের ধুম, মিলছে আশানুরূপ ফলন ও দাম

‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন আর নেই

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

জামায়াতকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান