‘ফিডব্যাক’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সেলিম হায়দারের মৃত্যু
বিনোদন ডেস্কঃ ‘ফিডব্যাক’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। সামাজিকমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি ফিডব্যাকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানা যায়, ক্যানসারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এ গিটারিস্ট। সম্প্রীতি প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে সেলিম হায়দারের। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফিডব্যাক’র আরেক প্রতিষ্ঠাতা সদস্য সংগীতশিল্পী ফুয়াদ নাসের গণমাধ্যমকে সেলিম হায়দারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিডব্যাক গঠন করার আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল ‘সন্ন্যাসী’। প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল। পরবর্তী সময়ে তিনি ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে লিড গিটার বাজান। সবশেষ ‘উল্লাস’ ও ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ ব্যান্ডে বাজাতেন সেলিম হায়দার। তার সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হলো ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’।
অসংখ্য গানে গিটার বাজানো এই গিটারিস্ট বাজিয়েছেন প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গেও। সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট হলেও বেস, রিদম ও কি-বোর্ডেও বেশ পারদর্শী ছিলেন।
মন্তব্য করুন




_medium_1764255727.jpg)
_medium_1764255412.jpg)
_medium_1764254514.jpg)

