ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:১৯ রাত

জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহহীন আক্কাছ আলীর জীবন কাটে রেলওয়ে স্টেশনে

জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহহীন আক্কাছ আলীর জীবন কাটে রেলওয়ে স্টেশনে। ছবি : দৈনিক করতোয়া

‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : স্ত্রী ছেড়ে চলে গেছেন, সন্তান থেকেও নেই, এই বৃদ্ধ বয়সে আক্কাছ আলীর জীবন কাটে রেলওয়ে স্টেশনে। বছরের পর বছর এমন মানবতর জীবন যাপন করছেন পাঁচবিবি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা রাধাবাড়ী গ্রামের মৃত আইয়ব আলীর ছেলে আক্কাছ আলী (৬০)।

ভূমিহীনদের জন্য আশ্রয় প্রকল্প চালু করলেও তার ভাগ্যে জোটেনি একটি ঘর। অশিক্ষিত আক্কাছ আলী তাই ঘুরে ঘুরে ক্লান্ত। কাকে ধরবেন, কার কাছে যাবেন, কাকে বলবেন? কিছুই বোঝেন না তিনি। সংসার জীবনে তার ছিল এক স্ত্রী ও দুই মেয়ে। সহায় সম্বলহীন দিনমজুর হওয়ায় অভাবের তাড়নায় দুই মেয়েকে ছেড়ে পালিয়ে গেছেন স্ত্রী।

দিনমজুর আক্কাছ আলী অতিকষ্টে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে মেয়েদের বিয়ে দিয়ে এখন হয়ে পড়েছেন সম্পূর্ণ একা। প্রথমে ছিলেন ভাড়া বাড়িতে, কিছুদিন গাছতলায়, এখন থাকেন পাঁচবিবি রেলওয়ে স্টেশনে কিংবা রাত হলে কারো দোকানের বারান্দায়। কোথাও কাজ করে যেটুকু রোজগার হয় তাই দিয়ে নিজের খাবার যোগান। তিনি গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন আশ্রয়ন প্রকল্পে একটি ঘর বরাদ্দ পাওয়ার জন্য।

ভূমিহীন আক্কাস আলী বলেন, আমার কোন ঘরবাড়ি নেই, রেল স্টেশনে কিংবা কারো দোকানের বারান্দায় রাত যাপন করি বছরের পর বছর। কেষ্টপুর আশ্রয়ন প্রকল্পে অনেক ঘর ফাঁকা পড়ে আছে। কেউ থাকে না সেখানে। তাই ইউএনও’র লিখিত আবেদন করেছি যদি আমাকে সেখানে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমার মাথা গোজার ঠাঁই হবে এবং আমি কষ্টের জীবন থেকে মুক্তি পাবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, আশ্রয়নের ঘর বরাদ্দের প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে। তাই দেওয়া সম্ভব নয়, তবে আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে তার আবেদন পত্রটি পাঠাচ্ছি, তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহহীন আক্কাছ আলীর জীবন কাটে রেলওয়ে স্টেশনে

বগুড়া শহরে প্রশাসনের সাথে হকারদের লুকোচু*রি, অ/বৈধ পার্কিং-এ | Footpath | Daily Karatoa

৬ দিনে রাবির ভর্তি পরীক্ষার আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার

বগুড়ায় ৫০০ টাকায় চলছে ফুঁ বাবার তেলেসমাতি কাণ্ড ! | Bogura | Daily Karatoa

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে যমুনা নদীতে ধরা পড়লো বিশাল ডাইং মাছ