জয়পুরহাট-২ আসন
বিএনপি’র মনোনয়ন পরিবর্তন চেয়ে একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপি’র প্রাথমিক মনোনয়ন পাওয়া সাবেক সচিব আব্দুল বারীকে নিয়ে সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিক্ষোভ করেছেন। আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিএনপি’র একাংশের কর্মী-সমর্থকরা এ বিক্ষোভ করেন। এসময় মহাসড়কের দুইপাশে প্রায় আধাঘন্টা যানজট লেগে ছিল।

জয়পুরহাট-২ আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব আব্দুল বারী। তিনি তার মতো করে নেতাকর্মীদের সাথে নিয়ে দিনে-রাতে নির্বাচনি এলাকায় পথসভা, উঠান বৈঠক, সভা-সমাবেশ ও জনসংযোগ অব্যাহত রেখেছেন। আজ রোববার (২৩ নভেম্বর) গাক চক্ষু হাসপাতালের আয়োজনে কালাই ডিগ্রি কলেজ মাঠে ফ্রি-চক্ষু শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সচিব আব্দুল বারী। এসময় তিনি বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন তিনি।
বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী বলেন, মনোনয়ন না পাওয়ায় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাড়াটিয়া লোকজন এনে কালাইকে অস্থিতিশীল করার জন্য মহাসড়কে বিক্ষোভ করেছেন। তারা বিএনপি’র কেউ না। হাইকমান্ড অবশ্যই এর একটা ব্যবস্থা নিবেন।
তবে এই আসনের নাম ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মাঠে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, সাবেক এমপি প্রকৌশলী গোলাম মোস্তফা, তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আব্বাস আলী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সিআইপি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও সাবেক সচিব আব্দুল বারী। তাদের মধ্যে থেকে দল সাবেক সচিব আব্দুল বারীর নাম ঘোষণা করে। এরপর থেকে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে সবাই দলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাঁধ সেজেছেন সাবেক এমপি প্রকৌশলী গোলাম মোস্তফা।
উপজেলা বিএনপি’র আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল বলেন, বিএনপি একটি বড় দল। হাইকমান্ড যাকে পছন্দ করেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন। তিনি নতুন হোক আর পুরাতন হোক, তাতে কোনো যায়-আসে না। সবাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ইতোমধ্যে মাঠে কাজ করছেন। তিনি আরও বলেন, আজকের বিক্ষোভের সাথে কালাই উপজেলা বিএনপি’র কোনো সম্পর্ক নেই। প্রকৌশলী গোলাম মোস্তফা ভাড়াটে লোকজন পাঠিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এর দায় তাকেই নিতে হবে।
মন্তব্য করুন








