ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল

মিটারে প্রায় ৮৬ হাজার টাকার রাজসিক ব্যয়ে কাজ হচ্ছে বগুড়ার গোহাইল রোডের 

মিটারে প্রায় ৮৬ হাজার টাকার রাজসিক ব্যয়ে কাজ হচ্ছে বগুড়ার গোহাইল রোডের। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : প্রতি মিটারে গড়ে প্রায় ৮৬ হাজার টাকার রাজসিক ব্যয় ধরে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক গোহাইল রোডের (সাতমাথা-ফুলতলা) কাজের জন্য দরপত্র আহবান করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর এই দরপত্র আহবান করা হয়। আহবানকৃত দরপত্র অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো দরপত্র দাখিল করেছে। এখন চলছে দরপত্র মূল্যায়নের কাজ। সব কিছু ঠিক থাকলে এ বছরই কাজ শুরু হবে।

বগুড়া শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোহাইল রোডে দীর্ঘ দিন কোন সংস্কার কাজ করা হয়নি। শহরের সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারের এই সড়ক দীর্ঘ দিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অনেক আগেই। বড় ধরনের সংস্কার কাজ হতে যাচ্ছে এমন কথা বলে পৌরসভার পক্ষ থেকে কোন কাজ করা হয়নি। ফলে বছরের পর বছর এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ অসহনীয় দুর্ভোগ সহ্য করে এখনো চলাফেরা করছেন।

বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এই রাস্তায় দরপত্র অনুযায়ী বিভিন্ন স্থানে সব মিলিয়ে এক হাজার মিটার আরসিসি এবং আড়াই হাজার মিটার কার্পেটিং করা হবে। রাস্তার উভয় পাশে সাড়ে তিন কিলোমিটার করে মোট সাত কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে। ড্রেনের ওপর দিয়ে হবে ফুটপাত। এছাড়াও রাস্তার উভয় পাশে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে।

বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল দৈনিক করতোয়া’কে জানান, সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত সাড়ে তিন হাজার মিটার রাস্তার জন্য প্রায় ৩০ কোটি টাকার দরপত্র আহবান করা হয়েছে। এখন দরপত্র যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে নির্বাচিত ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হবে।

এই কাজের সময়সীমা থাকবে ১৫ মাস। প্রতি মিটারে প্রায় ৮৬ হাজার টাকার রাজসিক ব্যয় প্রসঙ্গে তিনি দৈনিক করতোয়া’কে বলেন, আর সিসি থাকায় খরচ বেশি হবে। তাছাড়া ফুটপাত, ড্রেন, লাইটিং সব রয়েছে। এটি গড় ব্যয় ধরা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিটারে প্রায় ৮৬ হাজার টাকার রাজসিক ব্যয়ে কাজ হচ্ছে বগুড়ার গোহাইল রোডের 

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে স্ত্রী ও শ্যালিকাসহ মাদককারবারি গ্রেফতার

অগ্রহায়ণে শীত বাড়ছে, ঠাকুরগাঁওয়ে ভোগান্তি নিম্ন আয়ের মানুষের

বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে আইন করা হবে নাঃ সালাহউদ্দিন

যেসব কারণে আতাফল খাবেন