এনসিএল চারদিনের ম্যাচ
বগুড়ায় পেসারদের দাপট, ম্যাচের নিয়ন্ত্রণ সিলেটের হাতে
স্পোর্টস রিপোর্টার : বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চারদিনের ম্যাচের আজ রোববার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরেপুরি সিলেটের হাতে চলে এসেছে। চট্টগ্রামকে ১১০ রানে গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেছে সিলেট। অধিনায়ক জাকির হাসান ও অমিত হাসানের জোড়া ফিফটিতে বড় টার্গেট দাঁড় করাতে চলেছে সিলেট। দ্বিতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ৬ উইকেটে ১৯৬ রান। চট্টগ্রামের বিপক্ষে লিড দাঁড়িয়েছে ৩৩৮ রান।
আগের দিনের ১ উইকেটে ১৯ রান নিয়ে খেলতে নেমে চট্টগ্রামের কোন ব্যাটসম্যানই উইকেটে শক্ত হয়ে দাঁড়াতে পারেনি। সিলেটের পেসার আবু জায়েদ রাহী এবং রেজাউর রহমান রাজার দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে চট্টগ্রাম। শেষ শেষে ১১০ রানেই গুটিয়ে যায় তারা। দলের হয়ে আহমেদ শরীফ ২৩ এবং আশরাফুল ইসলাম করেন ২২ রান।
সিলেটের আবু জায়েদ রাহী ৩৭ রানে ৫টি, রেজাউর রহমান রাজা ২৮ রানে ২টি এবং মহিউদ্দিন তারেক, নাবিল সামাদ ও সাহানুর একটি করে উইকেট শিকার করেন। ১৪৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক জাকির হাসানের ৬১ এবং উইকেটকিপার ব্যাটসম্যান অমিত হাসানের অপরাজিত ৫৮ রানে ভর করে ৬ উইকেটে ১৯৬ রান করে।
চট্টগ্রামের চেয়ে এখন তারা ৩৩৮ রানে এগিয়ে। চট্টগ্রামের ইফরান এবং নাঈম হাসান ৩টি করে উইকেট শিকার করেন। আজ ম্যাচের ৩য় দিন। কোন অঘটন না ঘটলে চারদিনের ম্যাচ তিন দিনেই শেষ হওয়ার সম্ভাবনা প্রবল।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট : ১ম ইনিংস-২৫৫ (জাকির ৭৩, রাজা অপরাজিত ৫৭ আশরাফুল ৪৬, ইফরান ৬৫/৫, মেহেদী ৪১/৩)
চট্টগ্রাম : ১ম ইনিংস-১১০ (আহমেদ শরীফ ২৩,আশরাফুল২২, রাহী ৩৭/৫, রাজা ২৮/২)
সিলেট : ২য় ইনিংস-১৯৬/৬ (জাকির ৬১, অমিত অপরাজিত ৫৮, ইফরান ৩৪/৩, নাঈম ৬৬/৩)
মন্তব্য করুন








