ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:৪৩ রাত

বগুড়ার আদমদীঘিতে তিন রাইস মিলে লক্ষাধিক টাকার মালামাল চুরি

বগুড়ার আদমদীঘিতে তিন রাইস মিলে লক্ষাধিক টাকার মালামাল চুরি। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে এক রাতে পাশাপাশি তিনটি রাইস মিলে (চালকল) চুরি সংঘটিত হয়েছে। চোরেরা মিল ঘরের দরজার তালা ভেঙে ধান ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

জানা যায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় ছাতিয়ানগ্রাম ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ার‌্যান মহিউদ্দিন তালুকদার, কশাইগাড়ি গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকল রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চোরচক্র মহিউদ্দিন তালুকদারের মিল ঘরের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ২০ মণ ধান, রাইস মিলের বৈদ্যুতিক সংযোগ তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে।

একই রাতে চোরচোক্র পাশের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকলের বিপুল পরিমাণ বৈদ্যুতিক সংযোগের তার মেইন লাইনের খুঁটি থেকে কেটে চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া বৈদ্যুতিক তারের আনুমানিক দাম ৪৫ হাজার টাকা বলে জানান তারা। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এ ঘটনার অভিযোগ পেয়েছেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে তিন রাইস মিলে লক্ষাধিক টাকার মালামাল চুরি

ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি

পুশ ইন করতে হলে হাসিনাকে বাংলাদেশে পুশইন করুন: আখতার হোসেন | Akhtar Hossain | NCP

বগুড়ার শেরপুরে ধান ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

যারা হাসিনার পক্ষে দাঁড়াবে তাদের ক্যাম্পাস থেকে বের করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী