ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত

বগুড়ার শেরপুরে ধান ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে ধান ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে নুরুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয় কৃষকরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের কৃষকরা ধান কাটতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে মানুষর ভিড় করে।

পরে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় তিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। পুলিশ গিয়ে লাশ উদ্ধারের সময় দেখা যায়, নুরুল ইসলামের দু’টি চোখ উপড়ে ফেলা ও একটি কান কেটে নেওয়া হয়েছে।

এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশটি ধান ক্ষেতে ফেলে রাখা হয়। তবে কী কারণে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। শেরপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, হত্যা রহস্য উৎঘাটন ও আসামি চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ধান ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

যারা হাসিনার পক্ষে দাঁড়াবে তাদের ক্যাম্পাস থেকে বের করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব আকারে হাজির করা হয়েছে : রাজশাহীতে সাদিক কায়েম

বগুড়ায় আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টে ২০নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বি/চা/র করতে হবে- নাহিদ | Nahid Islam