বগুড়ায় আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টে ২০নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ড ১-০ গোলে গোকুল ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের প্রথমার্ধে বল দখলের তুমুল লড়াই হলেও কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে শাহীন মিয়ার দুর্দান্ত গোলে ১-০ তে গোলে এগিয়ে যায় ২০নং ওয়ার্ড। অবশিষ্ট সময়ে গোকুল ইউনিয়ন প্রাণপণ চেষ্টা করেও গোল পরিশোধে ব্যর্থ হলে ২০নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল চ্যাম্পিয়ন দলের হাতে একটি ষাঁড় গরু এবং রানার্সআপ দলের হাতে একটি ছাগল তুলে দেন। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল-আমিন, সেলিম রেজা, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, এড. শাহীন মিয়া, যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাদী সফিক, সহ-সেক্রেটারি অধ্যাপক নামিরুল হক জার্জিস, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, টুর্নামেন্ট কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, আবু সফিয়ান পলাশ, মোকাম্মেল হক, আজিজুল হক, ফজলুল করিম, বিপুল, শরিফুল ইসলাম সোহেল, ২০নং ওয়ার্ডের আমির শামসুজ্জামান, গোকুল ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমান প্রমুখ।
বিপুল সংখ্যক দর্শক উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করেন। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন সিনিয়র রেফারি জীবরিল বাবু, সহযোগী ছিলেন আব্দুল মান্নান, সফি মামুন ও জুয়েল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০নং ওয়ার্ডের খেলোয়াড় প্রয়াত হাসানের জন্য দোয়া করা হয়। হাসান সেমিফাইনাল ম্যাচে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আয়োজকদের পক্ষ থেকে হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, বগুড়া শহর জামায়াতের ৩২টি শাখা নিয়ে আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করা হয়। প্রথম পর্যায়ে চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয় আলতাফুন্নেছা খেলার মাঠে।
মন্তব্য করুন







