ভিডিও শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত

বগুড়ার সোনাতলায় সংস্কার চলমান রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে

বগুড়ার সোনাতলায় সংস্কার চলমান রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় ১০ কোটি টাকা ব্যয়ে উপজেলার ভেলুরপাড়া-গাবতলীর নারুয়ামালা সড়কটিতে একদিকে সংস্কার কাজ চলছে অন্যদিকে কার্পেটিং পিচ উঠে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সড়কের দুরত্ব প্রায় ১১ কিলোমিটার।

সড়কটি সংস্কার করতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ১০ কোটি টাকা। সড়কটি এলজিইডি’র। ৪টি প্যাকেজে কাজটি চলমান রয়েছে। জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে সোনাতলা, সারিয়াকান্দি, গাবতলী, গোবিন্দগঞ্জ, সাঘাটা উপজেলার পথচারীরা দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

সড়কটি দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ বছর চলাচলের অনুপযোগী হয়েছিল। পথচারীদের ভোগান্তি চরমে উঠেছিল। দীর্ঘদিন এলাকাবাসিদের ভোগান্তির পর অবশেষে ওই রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে। ইতিমধ্যেই সড়কটির সংস্কার কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। কাজটি শেষ হতে না হতেই ওই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, সড়কটির সংস্কার কাজ চলমান রয়েছে। প্রতিনিয়ত ওই সড়কে বালুবাহী ট্রাকের অবাধ চলাচলের কারনে এমনটি হতে পারে। কার্পেটিং করা অবস্থায় রাতের অন্ধকারে ট্রাক চলাচলের ফলে কার্পেটিং উঠে যাচ্ছে। এমনকি কিছু কিছু স্থানে রাস্তা উচু-নিচু হয়েছে। এগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে পুনরায় কাজ করে নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় সংস্কার চলমান রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে

ভূমিকম্পে মুগদায় রেলিং ভেঙে নিরাপত্তা কর্মীর মৃত্যু

ভূমিকম্পে কোথাও আটকা পড়লে যা করবেন

বগুড়ার রাফির পরিবারে শোকের মাতম, ভূমিকম্পে ঢাকায় নিহত

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের আতঙ্কে অজ্ঞান ৮০ নারী শ্রমিক