গাজীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে নামতে গিয়ে আহত ২০০
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা যায়, ভূমিকম্পের সময় উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা ও দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা স্থানে ছুটে আসে। এ সময় কোনাবাড়ী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, কড্ডা ও সালনাসহ বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।
টঙ্গীর বিসিক শিল্পনগরীর ফ্যাশন পার্লস ও ইটাহাটা এলাকার কোস্ট টু কোস্ট কারখানার ব্যবস্থাপক আকরাম হোসেন জানান, উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবারের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন মিয়া বলেন, টঙ্গীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে সততা পাওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







