ভিডিও শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল

ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

আহত ব্যবসায়ী মো. রমজান আলী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ভূজপুর ইউনিয়নের রাবার ড্যামের পশ্চিম পাশে রঈপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত ব্যবসায়ীর নাম মো. রমজান আলী (৪২)। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মোয়াজ্জমপাড়ার গনি মেম্বার বাড়ির হারুনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাবার ড্যাম এলাকায় কুলিং কর্নার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাবার ড্যাম এলাকায় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত গুলি করে তার কাছে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে জানতে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

শনিবার বগুড়ায় সিলেটের মুখোমুখী চট্রগ্রাম

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

দিনাজপুরের নবাবগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক