মাদারীপুরে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে ২ বন্ধু নিহত
মফস্বল ডেস্ক : মাদারীপুরে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে গুরতর আহত দুই বন্ধু মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এর আগে, দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর, রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।
নিহতরা হলেন—রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের চাঁনপট্টি গ্রামের সিদ্দিক খালাসীর ছেলে রাজন খালাসী (১৭) ও হান্নান মল্লিকের ছেলে ইমন মল্লিক (১৯)। তারা দুইজন বন্ধু ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763660052.jpg)
_medium_1763659728.jpg)
_medium_1763659259.jpg)
_medium_1763658726.jpg)
_medium_1763657287.jpg)
_medium_1763656334.jpg)


