ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত

রংপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রংপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রংপুর প্রতিনিধি : রংপুরের উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেছেন, এ জেলা কৃষিতে আগ্রসর হলেও এখানে কোন শিল্প প্রতিষ্ঠান নেই। এখানে শিল্পায়ন ঘটলে এলাকার উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আগামীতে রংপুরকে শিল্পায়নে এগিয়ে নিতে হবে।  

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলে।

জেলা প্রশাসক বলেন, রংপুরের সাংসাদিকদের পেশাগত দায়িত্বপালনে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন, শিল্পায়নের জন্য আমরা সরকারের নিকট প্রস্তাবনা পেশ করেছি। এখানে মিল কারখানা গড়ে তোলার সকল ধরনের সুয়োগ রয়েছে। শিল্প মালিকদের রংপুরে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানান তিনি। আগামীতে এখানে যেন শিল্প কলকারখানা গড়ে উঠে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে । পরিচিতি ও মতবিনিময় সভায় সাংবাদিক পক্ষ থেকে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান ছালেক, প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাংবাদিক রেজাউল ইসলাম বাবু, হুমায়ুন কবীর মানিক প্রমুখ। মতবিনিময় সভায় রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বগুড়ার শাজাহানপুরে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা সমাগ্রী পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

রংপুর টু ঢাকা প্রতিরক্ষা বাহিনীর বাস সার্ভিসের উদ্বোধন

বদলে যাচ্ছে সিরাজগঞ্জে যমুনার চরের অর্থনীতি

সৈয়দপুরে রেলওয়ের জমিতে বহুতল ভবন  তিনজনের বিরুদ্ধে দুদক’র মামলা 

‘যমুনা’ উপজেলা চাইলেন বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী