রংপুর টু ঢাকা প্রতিরক্ষা বাহিনীর বাস সার্ভিসের উদ্বোধন
রংপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রংপুর টু ঢাকা বাস সার্ভিস উদ্বোধন করেন রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার ৩৪ আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর থেকে যাত্রা শুরু হয়। বাংলাদেশ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর ওয়েলভেয়ার ট্রাস্ট খিলগাঁও ঢাকা উদ্যোগে বাসটি চালু করা হয়। বাসটি ৪২ সিট বিশিষ্ট একটি বাস। রংপুর রেঞ্জের ৩টি ব্যাটালিয়ান, ৮টি জেলার আনসার ও ভিডিপি বাহিনীর কর্মকর্তা/কর্মচারীরা ছুটি, নাইট পাসের যাত্রীগণ নিরাপত্তায় যাতায়াত করতে পারবে। বাসটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার অপরাহ্নে ঢাকা গমন ও পরবর্তী ঢাকা থেকে শনিবার রংপুর প্রত্যবর্তন করবে।
বাসটির শুভ উদ্বোধনকালে রেঞ্জ উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস দরবারে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা/কর্মচারীদের নিরাপত্তা রংপুর টু ঢাকা যাতায়াতের সুযোগ করে দেওয়ায় এই মহৎ উদ্যোগের জন্য বাহিনীর মহা-পরিচালককে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763658726.jpg)
_medium_1763657287.jpg)
_medium_1763656334.jpg)
_medium_1763655546.jpg)
_medium_1763654754.jpg)
_medium_1763654003.jpg)