মসলায় কাপড়ের রং ব্যবহার
বগুড়ার রাজাবাজারে মসলা মিল মালিকের ৩ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়ার রাজাবাজারে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে ‘আল-আমিন মসলা মিল’ মালিকের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে আল আমিন মসলা মিলে হলুদ, মরিচের গুঁড়া তৈরিতে কাপড়ের রঙ (টেক্সটাইল ডাই) ব্যবহার এবং এসব গুঁড়ায় ধানের তুষ (রাইস ব্র্যান) মিশ্রণ করতে দেখা যায়। এসব অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারা ৩৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এসময় দুই বস্তা ধানের তুষ (৭৫ কেজি), ভেজাল মরিচ গুঁড়া তিন বস্তা (১৫০ কেজি) এবং একই পরিমাণ ভেজাল হলুদ গুঁড়া জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানকালে বগুড়া নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল এবং বগুড়া জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1763653387.jpg)



_medium_1763646426.jpg)
_medium_1763654003.jpg)
_medium_1763652712.jpg)
_medium_1763651758.jpg)