ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:৪৭ রাত

খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের সিরামপুর গ্রামে ঘটনাটি ঘটে।

মৃতরা হলো আরিয়ান (২২ মাস) ও নাদিয়া (২১ মাস)। তারা সম্পর্কের চাচাতো ভাই-বোন।

নিহতদের পরিবার ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে আরিয়ান ও সাদিয়া নিজ বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ খেলার ছলে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে পাশের বাড়ির আলমগীর হোসেনের স্ত্রী, প্রতিবেশী ফারজানা বেগম পুকুরের উত্তর পাড় দিয়ে যাওয়ার সময় দুই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিয়ে উঠেন। চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার সহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগনবিদারী কান্নায় যেন আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, নাঙ্গলকোট উপজেলার পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা নিহত শিশুদের লাশ নিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বিসিবির লক্ষ্য হলো ক্রিকেট শুধু ঢাকায় নয় সারাদেশে ছড়িয়ে দেয়া

মামুন হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে : আখতার হোসেন

বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার

ভারতের ‘রাষ্ট্রীয় একতা দিবসে’ জাতীয় প্যারেডে একমাত্র বাংলাদেশী  হিসেবে বগুড়ার শ্রেয়া’র অংশগ্রহণ