বগুড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন নামে বাসের এক যাত্রীকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদরের গোকুল এলাকায় বাস থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক (৪৩) দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরএলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া- রংপুর মহাসড়কে বগুড়া সদরের গোকুল এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
এসময় দিনাজপুরের পার্বতীপুর গামী নাবিল পরিবহনের বাসের যাত্রী আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। পরে প্যান্টের পকেটে পাঁচ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, গ্রেফতার ব্যক্তির নামে আরো তিনি ইয়াবা পাচারের মামলা রয়েছে।
সে ঢাকা থেকে ইয়াবা নিয়ে দিনাজপুর অঞ্চলের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক সামছুল আলম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন








