ভিডিও শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৮:২৫ রাত

অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

বিরল রোগে আক্রান্ত নওগাঁর রাণীনগরের দিনমজুর লালমন

বিরল রোগে আক্রান্ত নওগাঁর রাণীনগরের দিনমজুর লালমন। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের দিনমজুর বাকপ্রতিবন্ধী লালমন(৩৭) বিরল এমএনডি রোগে আক্রান্ত। দেশে বিরল এই রোগের চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য না হওয়ায় উন্নত চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। লালমন রাণীনগর উপজেলার রাতোয়াল শোলাপাড়ার দিনমজুর আমজাদের ছেলে। অর্থাভাবে সন্তানের চিকিৎসা করতে না পারায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছে তার পরিবার।

লালমনের মামা আব্দুল মজিদ (০১৭৮৩৮৪২৭৫৯) জানান, লালমনরা শোলারপুকুর পাড়ে খাস জমিতে বসবাস করে। পরিবারের উপার্জনক্ষম মানুষ লালমন ও তার বাবা। তারা দিনমজুরের কাজ করে সংসার চালায়। লালমন ছোটবেলা থেকেই ভালোভাবে কথা বলতে পারেন না। এরমধ্যে দিনমজুর লালমন বিয়ে করে এবং তার এক ছেলে ও মেয়ে সন্তান আছে। কিন্তু গত একবছর ধরে লালমন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, হাত-পায়ের আঙ্গুলের মাংস শুকিয়ে যাচ্ছে। ফলে কাজ করতে পারেন না তিনি।

তিনি বলেন, ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন স্থানে চিকিৎসার চেষ্টা করলেও ডাক্তাররা জানান দেশে এমন বিরল রোগের উন্নত কোন চিকিৎসা নেই। পরবর্তীতে ঢাকায় চীনের আকুপাংচার সেন্টারে যোগাযোগ করলে তারা দুই মাসের থেরাপীর জন্য দুই লাখ টাকা চায়। তবে এতোগুলো টাকা তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। বর্তমানে লালমনের পরিবারে চরম অর্থসংকট দেখা দিয়েছে।

লালমনের মা লাইলি জানান, দিনমজুরের কাজ না করলে সংসার চলে না। তবুও সাধ্যমতো ছেলের চিকিৎসার চেষ্টা করেছি। কিন্তু দেশে এই রোগের চিকিৎসা না থাকায় অর্থাভাবে আর চিকিৎসা করাতে পারছি না। বর্তমানে একজন মানুষের আয়ে কোনরকমে সংসার চলছে। সরকারসহ বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো লালমন সুস্থ হয়ে উঠতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের আতঙ্কে অজ্ঞান ৮০ নারী শ্রমিক

বিরল রোগে আক্রান্ত নওগাঁর রাণীনগরের দিনমজুর লালমন

পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু

বগুড়ার ধুনটে একরাতে তিনটি অগ্নিকাণ্ড

গাজীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে নামতে গিয়ে আহত ২০০

বগুড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেফতার