আগামীকাল দাফন
বগুড়ার রাফির পরিবারে শোকের মাতম, ভূমিকম্পে ঢাকায় নিহত
স্টাফ রিপোর্টার : রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ছাদের রেলিং ভেঙে পড়ে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির মরদেহ আজ রাতে বগুড়ায় পৌছাবে। আগামীকাল শনিবার বাদ যোহর নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
রাফিউল ইসলাম রাফির চাচা আব্দুস সালাম রুবেল জানান, রাফির বাবা ওসমান গণি রুস্তম ব্রাহ্মণবাড়িয়াস্থ বাঞ্চারাম সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার সময় তিনি বগুড়ার বাড়িতে ছিলেন। সংবাদ পেয়েই ঢাকায় রওনা হয়েছেন।
রাফির মরদেহ বগুড়ায় এনে আগামীকাল শনিবার দাফন করা হবে। মেধাবী এই শিক্ষার্থী পরিবারের প্রথম সন্তান। এদিকে রাফির মৃত্যুর সংবাদ বগুড়ায় পৌছার পর আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের মধ্যে শোকের ছায়া মেনে আসে। এই ঘটনা ছড়িয়ে পরার পর বগুড়া শহরের সুত্রাপুরস্থ তাদের পৈত্রিক বাড়িতে অনেকেই খোঁজ নিতে যান।
উল্লেখ, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের সময় রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে একটি ভবনের নিচতলায় নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রাফি ও তার মা হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের ওপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে।
এ ঘটনায় গুরুতর আহত হন রাফিউল ও তাঁর মা নুসরাত। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। রাফিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর মা নুসরাত হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাথায় আঘাত পেয়েছেন।
মন্তব্য করুন







