ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর

ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরা আশরাফুলের মরদেহের রংপুরে দাফন

ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরা আশরাফুলের মরদেহের রংপুরে দাফন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রংপুরের বদরগঞ্জে নয়াপাড়া গ্রামের নিজ গ্রামে  আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে আটটায় নির্মাণাধীন গোপালপুর নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পাশেই  পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে আশরাফুল হককে (৪২) দাফন করা হয়।

ঢাকা হাইকোর্ট মাজারের পাশে পাওয়া ড্রামের ভেতর পাওয়া যায় মৃত আশরাফুলের  ২৬ টুকরো মরদেহ। এর আগে, রাত সাড়ে তিনটায় এম্বুলেন্সে আসে তার মরদেহ। ২৬ টুকরা মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন এবং এলাকাবাসী। সকালে জানাজার শেষে তাকে দাফন করা হয়।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) প্রবাসী বন্ধু জরেজকে সঙ্গে নিয়ে ঢাকা যান আশরাফুল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হাইকোর্ট মাজারের পাশে দুটি নীল ড্রামের ভিতর থেকে তার ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। প্রযুক্তির সহযোগিতায় মিলে পরিচয়।

আরও পড়ুন

শুক্রবার (১৪ নভেম্বর) এ ঘটনায় বড় বোন বাদী হয়ে বন্ধু জরেজসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করে। বিকেলে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি জরেজ ও তার প্রেমিকা শামীমাকে।পুলিশ জানায় পরকীয়ার দ্বন্দ্বে হয়েছে খুন। মরদেহ গুম করতে ২৪ ঘণ্টার পরিকল্পনায় বাথরুমে টুকরো টুকরো করে ফেলে দিয়ে আসা হয় হাইকোর্ট মাজারের পাশে। পেশায় কাঁচামাল আমদানি কারক ছিলেন আশরাফুল।

গ্রেফতার বাল্যবন্ধু জরেজ আগে মালয়েশিয়ায় থাকতেন। সম্প্রতি বাড়িতে এসে জাপান যাওয়ার জন্য ২০ লাখ টাকা ধার চেয়েছিলেন আশরাফুলের কাছে। সেই টাকা দেয়ার জন্যই আশরাফুল জরেজকে ঢাকায় নিয়ে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরা আশরাফুলের মরদেহের রংপুরে দাফন

জম্মু–কাশ্মিরের পুলিশ স্টেশনে বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ, ৯ জনের প্রাণহানি

চার স্তম্ভ নির্ধারণ করে প্রযুক্তির  ভবিষ্যত

ঢাবির বগুড়া জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা

পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু ও প্রেমিকা শামীমা গ্রেফতার

শনিবার নাটোর থেকে শুরু হচ্ছে দেশের স্কুল ফিডিং কার্যক্রম