ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর

জম্মু–কাশ্মিরের পুলিশ স্টেশনে বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ, ৯ জনের প্রাণহানি

জম্মু–কাশ্মিরের পুলিশ স্টেশনে বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ, ৯ জনের প্রাণহানি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু-কাশ্মিরের একটি পুলিশ স্টেশনে জব্দকৃত বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯ জন।

শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে রাজ্যের শ্রীনগরের নওগাম থানা চত্বরে এ ঘটনা ঘটে। সম্প্রতি কাশ্মিরের ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। সেগুলো থানা চত্বরে পরীক্ষা-নিরীক্ষার সময় এ বিস্ফোরণ হয়। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

জব্দ করা বিস্ফোরকের মধ্যে বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে স্থাপনাটির একাংশ ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়ে।

আরও পড়ুন

তদন্তকারীরা মনে করছেন, সন্দেহভাজনরা তড়িঘড়ি করে আইইডি প্রস্তুত করায় সেটি সঠিকভাবে সক্রিয় করা হয়নি। আতঙ্কে তারা বিস্ফোরক যথাযথভাবে সেট করতে পারেননি, ফলে পরিকল্পনা অনুযায়ী বড় ধরনের ক্ষতি করতে ব্যর্থ হয়েছে। নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকাজ এখনও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী সেনেগালের বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল

ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরা আশরাফুলের মরদেহের রংপুরে দাফন

জম্মু–কাশ্মিরের পুলিশ স্টেশনে বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ, ৯ জনের প্রাণহানি

চার স্তম্ভ নির্ধারণ করে প্রযুক্তির  ভবিষ্যত

ঢাবির বগুড়া জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা

পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু ও প্রেমিকা শামীমা গ্রেফতার