ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ১১:২১ রাত

রংপুরের পীরগাছায় মসজিদের জমির আধাপাকা ধান কেটে বিনষ্ট

রংপুরের পীরগাছায় মসজিদের জমির আধাপাকা ধান কেটে বিনষ্ট

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় রাতের আধারে মসজিদের জমির আধাপাকা ধান কেটে বিনষ্ট করে ফেলার অভিযোগ উঠছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। আদালতে মামলা চলমান থাকার পরও ১৮ শতাংশ জমির ধান কেটে বিনষ্ট করা হয়েছে। এ নিয়ে মুসুল্লি ও গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের তালুককান্দি গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের তালুককান্দি শাহী জামে মসজিদের উন্নয়নের জন্য প্রবাসী বাবু মিয়া ১৮শতাংশ জমি দান করেন। তৎকালীন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুর রউফ মিয়া ওই জমি মৌখিক চুক্তিতে বিক্রি করে মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন করেন। পরবর্তীতে আব্দুর রউফ মিয়া মসজিদ কমিটি থেকে বাদ পড়লে জমিটি নিয়ে ঝামেলা সৃষ্টি করেন। তিনি জমির অংশীদার দাবি করেন। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

এদিকে মসজিদের পক্ষ থেকে ওই জমিতে আমন ধান রোপণ করা হয়। ধানগুলো আধাপাকা থাকলেও গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গোটা জমির ধান কেটে বিনষ্ট করেন। এ নিয়ে গোটা এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আজ শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজ শেষে মুসুল্লিরা জমিটি পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, এ জমি নিয়ে ১২ থেকে ১৫ বার সালিশ বৈঠক করা হয়েছে। কিন্তু সমাধান হয়নি। কোন কাগজপত্র ছাড়াই ঝামেলা সৃষ্টি করছেন আব্দুর রউফ মিয়া। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, মসজিদ ফান্ডের টাকা দিয়ে ধান রোপণ ও পরিচর্যা করা হয়েছে। অথচ রাতের আঁধারে ধানগুলো কেটে বিনষ্ট করা হয়েছে। কোন মুসলমানের পক্ষে এ ধরণের কাজ করা সম্ভব নয়। আমরা এর কঠিন বিচার চাই।

জানতে চাইলে অভিযুক্ত আব্দুর রউফ মিয়া বলেন, আমি বাড়িতে ছিলাম না। একটি কুলখানি অনুষ্ঠানে ছিলাম। ধান কাটার বিষয় জানি না। এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় মসজিদের জমির আধাপাকা ধান কেটে বিনষ্ট

বগুড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

বগুড়ার মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ৫ : ভিপি সাইফুল

বগুড়ায় ছাত্র শিবিরের সুধি সমাবেশ অনুষ্ঠিত

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : দুলু