হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ২২ বিচারপতি
জুলাই অভ্যুত্থানের পর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৩ জনের মধ্যে ২২ জনের নিয়োগ স্থায়ী করা হয়েছে। তবে একজনের নিয়োগ স্থায়ী করা হয়নি।
রাষ্ট্রপতির নির্দেশে মঙ্গলবার (১১ নভেম্বর) স্থায়ী নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
এতে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন।
আরও পড়ুনতবে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নিয়োগ স্থায়ী করা হয়নি, যিনি বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে।
গত বছর ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন এসব বিচারপতি। পরদিন শপথ নিলে তাদের নিয়োগ কার্যকর হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762872461.jpg)








