ভিডিও মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত

দেশের প্রতি দায়িত্ববোধ না থাকলে পরিবর্তন সম্ভব নয় : মীর স্নিগ্ধ

দেশের প্রতি দায়িত্ববোধ না থাকলে পরিবর্তন সম্ভব নয় : মীর স্নিগ্ধ

জয়পুরহাট জেলা প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস এর উপ-প্রধান জাতীয় কমিশনার ও এশিয়ান প্যাসিফিক রিজিওনাল স্কাউট কমিটির সদস্য মীর স্নিগ্ধ বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশকে পরিবর্তন করতে পারব না।

আমাদের দেশে একটি খারাপ সংস্কৃতি চালু আছে। তা’হলো পড়ালেখা করে কোন রকমে বাইরে যেতে পারলে আমরা মনে করি আমাদের জীবন সেইফ। এটা ভাবা ঠিক নয়। এ দেশ আমাদের। দেশের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। দেশের প্রত্যেক সুনাগরিকেরই উচিৎ দেশের প্রতি দায়িত্ব পালন করা। আমার বিশ্বাস, কাব-স্কাউটস এর বন্ধুরাই হবে আগামী দিনের ভবিষ্যত।

প্রকৃত মানুষ হিসেবে তারাই নতুন বাংলাদেশ গঠনে আগামী দিনের মূল কান্ডারি হবে। গত সোমবার জয়পুরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত নবম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জন কল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস এর জেলা সভাপতি আফরোজা আকতার চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিশনার নুরুল ইসলাম, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুন্না প্রমুখ।

আরও পড়ুন

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন ঘোষনা করা হয়। পরে জেলার প্রবীণ স্কাউট কর্মকর্তাদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলা কাব দল গান ও নৃত্য পরিবেশন করে।

এর আগে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলার ৪৮৭টি প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউট দল অংশ গ্রহণ করে। আগামী ১৩ অক্টোবর বৃহস্পতিবার ‘তাঁবু জলসার’ মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতি দায়িত্ববোধ না থাকলে পরিবর্তন সম্ভব নয় : মীর স্নিগ্ধ

সবাইকে সাথে নিয়ে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুনীর্তিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই : অধ্যক্ষ শাহাবুদ্দিন

অনুপমের বাবার সুরে ‘নীলা’ গান, শ্রোতাদের উচ্ছ্বাস

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি গুরুতর জখম

রাজধানীতে আবারও বাসে আগুন