বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগ নেতা বিরেন চন্দ্র মোহন্তকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত বিরেন চন্দ্র মোহন্ত উপজেলার চকজোড়া হিন্দুপাড়া গ্রামের মৃত হরেন চন্দ্র মোহন্তের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।
আরও পড়ুনগতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিরেন চন্দ্র সন্ত্রাস বিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1762868232.jpg)

_medium_1762867576.jpg)
_medium_1762867150.jpg)
_medium_1762865993.jpg)
