ভিডিও মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল

কুমিল্লায় পৌনে তিন কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লায় পৌনে তিন কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে প্রায় পৌনে তিন কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে অবৈধ এসব মালামাল জব্দ করা হয়।

অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লার সদর দক্ষিণের রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করে। এ সময় ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাউল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। তবে এসব পণ্যের সঙ্গে কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন

টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান। এ সময় বিজিবি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান বলেন, জব্দকৃত চোরাচালানি মালামাল বিধি মোতাবেক কাস্টমস-এ জমা করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলেও এই কর্মকর্তা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় পৌনে তিন কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা : স্পর্শিয়া

দৌলতদিয়ার ৭ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ বিক্রি ২৮ হাজার ৮৬০ টাকায়

আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব : মির্জা ফখরুল

মুশফিককে ছাড়িয়ে লিটনের রেকর্ড

বিয়ে করলে বিজয়কেই করব: রাশমিকা