১৭ বছরে সারাদেশের মানুষের দুঃখের কারণ ছিল শেখ হাসিনা : নাটোরে মীর স্নিগ্ধ
নাটোর প্রতিনিধি : জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, গত ১৭ বছর শুধু বিএনপি না এদেশের সকল মানুষের দুঃখের কারণ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। মুগ্ধকে হত্যার পর শেখ হাসিনা নানাভাবে আপস করার চেষ্টা করেছে।
বেগম খালেদা জিয়ার মত আমরাও ফ্যাসিস্টের সাথে আপস করিনি। সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে বেগম জিয়াকে কাঁদতে দেখেছি। তেমনিভাবে আমার মাকে মুগ্ধের লাশের সামনে কাঁদতে দেখেছি। এসবের বিচার অবশ্যই করা হবে বলে ঘোষণা দেন স্নিগ্ধ।
আরও পড়ুনআজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন স্নিগ্ধ। এসময় স্নিগ্ধ সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করতে সবার প্রতি আহবান জানান। মতবিনিময়কালে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, বিএনপি নেতা দেওয়ান শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









