ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৯:১০ রাত

চমক রেখে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

চমক রেখে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা শেষ হতেই এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ত্রিদেশীয় সিরিজ খেলবে বাবররা। টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে যুক্ত হবে জিম্বাবুয়েও। এই দুই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং পরবর্তী ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন হাসান নওয়াজ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকা আবদুল সামাদ। 


শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ নভেম্বর থেকে। পরের দুই ম্যাচ ১৩ ও ১৫ নভেম্বর। আর ১৭ নভেম্বর শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে।

আরও পড়ুন

 

পাকিস্তানের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আযুব এবং সালমান আলী আঘা।

পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড:  সালমান আলী আঘা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরফ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফরহান (উইকেটকিপার), সাইম আযুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার) এবং উসমান তারিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক রেখে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

রিয়াদে স্টেজ শো’তে দর্শক মাতাবেন জুঁই

পাবনার সাঁথিয়ায় সোতিজালের বাঁধ অপসারণ রক্ষা পেল আমন ধান ও রবি শস্য

দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু

চুল লম্বা করার ৮ কার্যকর উপায়

দিনাজপুরের বিরলে ৫ জুয়াড়ির জেল-জরিমানা