ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর

ফিক্সিং ও জাহানারা ইস্যুতে যা জানালেন বিসিবি সভাপতি

ফিক্সিং ও জাহানারা ইস্যুতে যা জানালেন বিসিবি সভাপতি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: পাঁচ দল নিয়ে চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ১৭ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। এরপর আগামী ১৯ ডিসেম্বর বিপিএল শুরু হয়ে ফাইনাল মাঠে গড়াতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।তবে বিপিএল শুরুর আগে আলোচনায় গত আসরের ফিক্সিংয়ে থাকা সন্দেহভাজন ক্রিকেটাররা। তারা কী খেলতে পারবেন এবারের আসরে, ক্রিকেট অঙ্গনে ঘুরছে নানা প্রশ্ন। এ নিয়ে গতকাল কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ প্রসঙ্গে বুলবুল জানান, ‘আমরা এক চুলও নড়িনি। কোনো রিপোর্ট গায়েব করে দিয়েছি- সেরকম কিছু নেই। এটার আউটকাম, শাস্তি, মওকুফ- যা আছে তারা নেবে, আমরা তাদের পূর্ণ এখতিয়ার দিয়েছি। একটা কমিটি কাজ করছে। যেহেতু কাজ চলছে, এ সময় আমি কিছু বলতে চাচ্ছি না। নামগুলো তো আমি বলতে পারব না। তবে তারা কাজ করছে।’

পরে জাহানারা ইস্যুতে বিসিবি প্রধান জানান, ‘বিসিবির স্ট্যান্ড জিরো টলারেন্স প্রক্রিয়ার মধ্যেই আছি। ওই টাইম ফ্রেম, ওটার মধ্যে হয়ত পড়ে যাবে। যারা কাজ করছে তাদের আমরা প্রভাবিত করছি না। (নারী ডিরেক্টর বিসিবিতে আসা প্রসঙ্গে) উইমেন ক্রিকেট সবসময় অবহেলিত মনে হয়। ৭ তারিখ প্রেসিডেন্ট হয়ে প্রেস কনফারেন্সে বলেছিলাম, আমাদের মহিলা ডিরেক্টর নেই, মহিলা উইংয়ে মহিলা নেই। আমাদের টার্গেট আছে। কন্সটিটিউশন চেঞ্জ করার ক্ষমতা আমার নেই। চেঞ্জ করা গেলে আমি খুব খুশি হবো যদি নারী পরিচালক কয়েকজন আসে। আমরা যেসব কোর্স করাব- এক্স্যাক্টলি এই শব্দ ইউজ করেছিলাম- জেন্ডার ইকুইলিটি।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিক্সিং ও জাহানারা ইস্যুতে যা জানালেন বিসিবি সভাপতি

আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১

ঢাকায় দুটি বাসে আগুন

আজও চলছে শিক্ষকদের কর্মবিরতি, বিকেলে আবারও বৈঠক

জয়পুরহাটের পাঁচবিবির ৭০ পরিবারের জীবন চলে ইটের খোয়া ভেঙে