ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:১৯ দুপুর

রোনালদোর গোলে জয় আল নাসরের

রোনালদোর গোলে জয় আল নাসরের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের দিকে তরতর করে এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে সৌদি প্রো লিগে করলেন আরও এক গোল। নিওম এসসিকে ১-৩ গোলে হারিয়েছে রোনালদোর আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে ৮ ম্যাচে ৮ জয়ে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে আল নাসর। আন্তর্জাতিক এবং ক্লাব মিলিয়ে এরই মধ্যে ৯৫৩ গোল করে ফেলেছেন সিআর সেভেন।

তাবুকের কিং খালিদ স্পোর্টস সিটিতে নিওম এসসির মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে রোনালদোর দল। ৪৭তম মিনিটে প্রথম গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৬৫তম মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক নিতে আসেন রোনালদো। অনায়াসেই নিওমের জালে জড়িয়ে যায় সেটি। 

আরও পড়ুন

তার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় নিওম। ৫৬তম মিনিটে লুসিয়ানো রদ্রিগেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ৮৪ মিনিটে একটি গোল পরিশোধ করে নিওম। আহমেদ আবদু গোল করেন। ৮৬তম মিনিটে আরেক পর্তুগিজ তারকা হোয়াও ফেলিক্স গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর গোলে জয় আল নাসরের

সম্পর্ক নিয়ে খোলামেলা কথা কোয়েল মল্লিকের 

মহাস্থানগড়ে শাহ সুলতানের মাজার জিয়ারত করলেন জুলাইযোদ্ধা শহিদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ

ঢাবিতে ‘ইকবাল ও নজরুলের দর্শনে জাগরণের দর্শন’ বিষয়ক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

আজ অন্যরকম এক মাইলফলকের সামনে কোচ গার্দিওলা

ঢাবি শীতকালীন বইমেলার আজ শেষ দিন